রিয়াদ আওয়ামী লীগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/09/18/photo-1474219377.jpg)
সৌদি আরব রিয়াদ আওয়ামী পরিবারের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশটির রিয়াদ শহরের আওয়ামী পরিষদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বঙ্গবন্ধু পরিষদ, আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছা সেবক লীগ ও জাতীয় শ্রমিক লীগের যৌথ উদ্যোগে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
পুনর্মিলনী উপলক্ষে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এক সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়। ঈদ পুনর্মিলনী কমিটির আহ্বায়ক মোহাম্মদ আব্দুস সালাম ও সদস্য আলী নুর ইসলাম রনির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের প্রধান কাউন্সিলর মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের শ্রম কাউন্সিলর মো. সারোয়ার আলম। রিয়াদ আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল বাসার মৃধা, ডাক্তার কাজী মাসুদুর রহমান, এম আর মাহবুব, ডাক্তার শাহ আলম, মো.বেলায়েত হোসেন, মো. আবদুল জলিল, মো. ইউসুফ খান, মো.ফারুক হোসেন, সোলেমান বাদশা, গাজী সাঈদ, এ টি এম জিয়া উদ্দিন, এস এম মজিবুর রহমান, মহসিন খান, আরিফুর রহমান কদ্দুস, হুমায়ূন কবির হুকুম আলী, টিপু সুলতানসহ আওয়ামী পরিবারের বিপুল নেতাকর্মী।
অনুষ্ঠানে সৌদি আরব আওয়ামী লীগের পক্ষ থেকে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সেইফ হোমে আশ্রিত প্রায় দুইশ অসহায় নারী গৃহকর্মীর মাঝে খাবার বিতরণ করা হয়।