মালয়েশিয়া এনটিভির দর্শক ফোরাম গঠনপ্রক্রিয়া শুরু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/09/25/photo-1474824871.jpg)
‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগানকে সামনে রেখে মালয়েশিয়ায় শুরু হয়েছে এনটিভির দর্শক ফোরামের গঠনপ্রক্রিয়া। দেশটিতে বসবাসরত প্রায় ১০ লাখ বাংলাদেশিকে নিয়ে জনপ্রিয় এই টেলিভিশন চ্যানেলটির দর্শক ফোরাম গঠন করা হবে।
এই লক্ষ্যে মালয়েশিয়ায় একঝাঁক তরুণ-তরুণী, সাংবাদিক, ছাত্র-শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাহিত্যপ্রেমী ও সমাজকর্মীর উদ্যোগে খুব শিগগিরই এনটিভির দর্শক ফোরাম গঠন করার পরিকল্পনা করেছে। এ জন্য আগ্রহীদের এনটিভির মালয়েশিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নানের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
যোগাযোগ-
কায়সার হামিদ হান্নান
মোবাইল : +60102953850
ইমেইল : kaysarhamidbd@gmail.com