শাকিলের মৃত্যুতে মক্কায় শোকসভা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মৃত্যুতে সৌদি আরবের মক্কার নোউরিয়ায় দোয়া মাহফিল ও শোকসভা করেছে ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’।
স্থানীয় সময় বৃহস্পতিবার ওই দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়।
শোকসভায় উপস্থিত ছিলেন মক্কা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ হারুন খান, আবদুল কাদের জিলানী, ময়মনসিংহ গফরগাঁও থানা আওয়ামী লীগের সদস্য ও মক্কা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নবীন খান, সংগঠনের প্রধান উপদেষ্টা লিয়াকত আলী খান প্রমুখ।
শোকসভায় মক্কা আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা মাহবুবুল হক শাকিলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। পরে তাঁর আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মৃত্যু হয়।