বাপ্পীর একাদশ একক চিত্র প্রদর্শনী
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/06/04/bappy_1.jpg)
চিত্রশিল্পী নাজমুল হক বাপ্পী। ছবি : ফেসবুক থেকে নেওয়া
চিত্রশিল্পী নাজমুল হক বাপ্পীর একাদশ একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন হতে যাচ্ছে। আগামী ৫ জুন বিকাল ৫ টায় ইংল্যান্ড এর লন্ডনের বার্কিং এন্ড দাগেনহাম লাইব্রেরি গ্যালারীতে হবে এই আয়োজন।
চিত্রশিল্পীর নিজর্স বিশেষ কৌশল এবং নান্দনিকতা নিয়ে বাংলাদেশী বিষয়বস্তু শোভা পাবে শিল্পীর প্রত্যেকটি চিত্রে। প্রদর্শনীতে শিল্পী বাপ্পীর মোট ২০টি চিত্রকর্ম স্থান পাবে। এর আগে শিল্পী বাপ্পী দেশে এবং বিদেশে তাঁর দশটি একক চিত্র প্রদর্শনী করেছেন।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বীয়ম ওয়ার্ড কাউন্সিলার মুহিব চৌধুরী। এছাড়াও স্থানীয় শিল্পী ও গণ্য মান্য ব্যক্তিবর্গ প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন।
‘অনন্ত যাত্রা-৩’ শিরোনামে শিল্পী নাজমুল হক বাপ্পীর এই একাদশ একক চিত্র প্রদর্শনী চলবে এক মাস ব্যাপি।