ফিক্সড ডিপোজিটের জাকাত কীভাবে দেব?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার রমজানের বিশেষ আয়োজনের ১০ম পর্বে টেলিফোনের মাধ্যমে ঢাকা থেকে একজন জানতে চেয়েছেন, ফিক্সড ডিপোজিটের জাকাত কীভাবে দেব? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : আমার তিন লক্ষ টাকা ডিপোজিট করা আছে আছে। আমার প্রশ্ন হলো, ফিক্সড ডিপোজিটের জাকাত কীভাবে দেব?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যদি তিন লক্ষ্ টাকা আপনার কাছে থাকে এবং তার মেয়াদ যদি এক বছর হয় তাহলে আপনাকে জাকাত দিতে হবে। এক্ষেত্রে জাকাত আদায় করার পদ্ধতি হবে শতকরা ২.৫% করে। আপনার টাকা যা আছে তার মধ্যে আড়াই শতাংশ নিয়ে জাকাত দিবেন। এই জাকাতটা আপনি জাকাতের যেসব খাত আছে সেসব খাতে দিয়ে দেবেন।