আপনার জিজ্ঞাসা
লাইলাতুল সাবান ও শবে বরাতের মধ্য পার্থক্য কী
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। শরিফ বায়েজিদ মাহমুদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯৯৬তম পর্বে ই-মেইলের মাধ্যমে রাজবাড়ি থেকে আলিফ রহমান জানতে চেয়েছেন, লাইলাতুল সাবান ও শবে বরাতের মধ্য পার্থক্য কী অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ
প্রশ্ন : লাইলাতুল সাবান ও শবে বরাতের মধ্য পার্থক্য কী?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। লাইলাতুল সাবান মানে হলো, সাবান মাসের মধ্য রজনী। সাবান মাসের ১৪ তারিখ রাতকে এটা ধরা হয়। যেটাকে আমাদের সমাজে বলা হয় শবে বরাত। আমাদের সমাজ, বিশেষ করে ভারতবর্ষের অনেক এলাকায় এটি শবে বরাত নামে আনুষ্ঠানিকভাবে পালন করা হয়ে থাকে। অথচ লাইলাতুল সাবান নিয়ে স্পষ্ট করা হয়েছে, এটি সাবান মাসের মধ্য রজনী। এই রাত নিয়ে যত হাদিস আছে তাতে কোথাও শবে বরাত হিসেবে আসেনি। সব জায়গায় এসেছে সাবানের মধ্য রজনী হিসেবে। তাই এটা স্পষ্ট যে, এটা ভাগ্য রজনী বা শবে বরাত নামের কিছু এটার সাথে জড়িত নয়। দ্বিতীয়ত, প্রশ্ন জাগতে পারে তাহলে শবে বরাত কী? শবে শব্দের শাব্দিক অর্থ রাত্রী। যেটা ফারসি শব্দ। আর বরাত অর্থ হলো ভাগ্য। তাহলে অর্থ দাঁড়ায় ভাগ্য রজনী বা রাত্রী। কিন্তু এখানে আমরা জানি যে, এই নিয়ে ইসলামে কিছু আসেনি। এখানে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আমাদের দেশে কদরকে গুরুত্ব দেওয়া হয়, এটি সত্যিকার অর্থে ভাগ্যকে বুঝায়। তবে এটা শুধু শবে কদরের ক্ষেত্রে হয়। এটাই আমাদের সমাজ শবে বরাতের সাথে মিলিয়ে ফেলে।