আপনার জিজ্ঞাসা
পাওনাদার নিরুদ্দেশ, ইসলামে এর সমাধান কী?
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/09/07/photo-1441591868.jpg)
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৭১৮তম পর্বে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে টেলিফোনে পাওনাদারের টাকা পরিশোধের উপায় সম্পর্কে জানতে চেয়েছেন মো. বিল্লাল হোসেন। অনুলিখন : সজীব খান।
প্রশ্ন : কিশোরগঞ্জের পাকুন্দিয়া এলাকার বাসিন্দা মো. বিল্লাল হোসেন। এক ব্যক্তি তাঁর কাছে কিছু টাকা পাবেন, কিন্তু তিনি সেই টাকা সময়মতো পরিশোধ করতে পারেননি। এখন তিনি ওই পাওনা শোধ করতে চান। তবে সমস্যা হলো পাওনাদার কোথায় থাকেন বা তাঁর বাড়ি কোথায় তা জানেন না।
বিল্লাল হোসেন বলেন, ‘পাওনাদারের আপনজন কারা তাও চিনি না।’ এখন তাঁর প্রশ্ন, ‘আমি যদি তাঁর নামে পাওনা টাকা কোনো মসজিদ বা গরিব-দুঃখী মানুষের মাঝে দান করে দিই, তাহলে আল্লাহ আমাকে মাফ করবেন কি না? আর যদি মাফ না করেন, তাহলে কীভাবে আল্লাহতায়ালার কাছে মাফ পেতে পারি?’
উত্তর : এ প্রশ্নের উত্তরে বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ বলেন, “যিনি আপনার কাছে টাকা পাবেন, তাঁর পরিচয় আপনি পাচ্ছেন না। সেহেতু তাঁর হক তাঁর কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না। সে ক্ষেত্রে আল্লাহর রাস্তায় তাঁর পক্ষ থেকে দান করতে পারেন এবং এর যে সওয়াব রয়েছে তা সেই ব্যক্তি পাবেন। আর আল্লাহর কাছে তওবা করে নেবেন। যেহেতু তাঁর যে পাওনা ছিল তা সময়মতো পরিশোধ করার দায়িত্ব আপনার। আল্লাহ তাআলা কোরআনে এরশাদ করেছেন, ‘আল্লাহ তোমাদের রিজিক দিচ্ছেন, তোমাদের কাছে যে আমানতগুলো রয়েছে সেগুলো পাওনাদার বা হকদের কাছে পৌঁছে দাও।’ আমানত বলতে মানুষের সকল প্রকার অধিকারকেই বোঝায়। এখন আপনি সঠিক সময়ে দিতে পারেননি বিধায় আল্লাহর কাছে তওবা পড়তে হবে আপনাকে।”