আপনার জিজ্ঞাসা
আত্মহত্যা নিয়ে ইসলাম কী বলে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২৮১তম পর্বে একজন থেকে জানতে চেয়েছেন, আত্মহত্যা নিয়ে ইসলাম কী বলে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
আত্মহত্যা নিয়ে ইসলাম কী বলে?
উত্তর : ধন্যবাদ আপনাকে। বর্তমান সমাজে ব্যাপকভাবে আত্মহত্যা বেড়ে যাচ্ছে। এর মৌলিক কারণ দুটি। প্রথমত, মানুষের আখিরাতের প্রতি ঈমান দূর্বল হয়ে যাচ্ছে। দুনিয়ার মোহ মানুষকে বেশি আকর্ষণ করছে। তাই ঈমান দুর্বল হচ্ছে। দ্বিতীয়ত, আত্মহত্যার ভয়াবহতা সম্পর্কে জ্ঞান না থাকা। মানুষ হয়তো মনে করে আত্মহত্যা জীবনের সমাধান। কিন্তু না এটি সমাধান নয়। এটি বরং আজাবের প্রথম ধাপ। জীবনে বিভিন্ন সমস্যা থাকবেই। ব্যক্তির ঈমান যদি মজবুদ হয় তাহলে ব্যক্তি সব সময় আল্লাহর ইচ্ছায় খুশি হয়ে সবর করবেন। ঈমানদার ব্যক্তি অবশ্যই ধৈর্যধারন করবেন এবং সেটাই তাকে ফল এনে দেবেন। আত্মহত্যা এতটা ভয়াবহ সেটা শুধু জীবন নয় পুরো পরকালকেও সম্পূর্ণ বিনষ্ট করে দেবে। ইসলাম অনুসারে আত্মহত্যা বড় কবিরাহ গুনাহ। আল্লাহ এটি নিষেধ করেছেন। আত্মহত্যাকারীকে আল্লাহ জাহান্নামে চিরস্থায়ী করবেন। জাহান্নামে তাকে সেভাবেই রাখবেন যেভাবে সে আত্মহত্যা করেছেন। যদি সে ছুরি দিয়ে আঘাত করে তাহলে জাহান্নামেও অনবর ছুরির আঘাত করা হবে। আত্মহত্যাকারী ভয়াবহ শাস্তির মুখোমুখি হবেন। এটি সম্পূর্ণ হারাম। এর ভয়াবহতা ভয়ংকর।