আপনার জিজ্ঞাসা
অজু বা গোসল বসে করা কি সুন্নত?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড.মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৮৯৬ পর্বে বসে অজু বা গোসল করা সুন্নত কি না, সে সম্পর্কে ঢাকার দক্ষিণ দনিয়া থেকে চিঠিতে জানতে চেয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক দর্শক। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : বসে অজু করা কি সুন্নত? বসে গোসল করা কি সুন্নত?
উত্তর : বসে অজু করা বা গোসল করা সুন্নত নয়। এ দুটি বিষয় রাসূল (সা.)-এর আমল দ্বারা সাব্যস্ত হয়নি যে এটি সুন্নত। তবে অজু করার ক্ষেত্রে স্বাভাবিকভাবেই আগের যুগ থেকে মানুষের প্রচলিত যে অভ্যাস ছিল, সেটি হলো বসে অজু করা। দাঁড়িয়ে অজু করার বিষয়টি ছিল না।
কিন্তু মানুষের জীবনযাপনে এখন পরিবর্তন এসেছে। বেসিনের পদ্ধতি চালু হয়েছে। কারণ, আগে যেভাবে অজু করার সিস্টেম ছিল, সেটা ছিল বসে। তখন জলচৌকিতে বসে বদনা দিয়ে অজু করা হতো। আপনি তখন যদি দাঁড়িয়ে অজু করতেন, তাহলে জামা-কাপড় সব ভিজে যেত। তখন এমন অবস্থা হতো যে অজু করতে গিয়ে আপনার গোসল হয়ে যাচ্ছে। আপনার কাপড় নষ্ট হয়ে যাচ্ছে।
এখন মানুষের জীবনযাপন পরিবর্তিত হয়েছে, বিভিন্ন কাজের মধ্যে সৌন্দর্য এসেছে। বেসিন এসেছে, বেসিনের মাধ্যমে আপনি অজু করতে পারেন। এতে কোনো অসুবিধা নেই। মূলত এ বিষয়গুলো সুন্নতের সঙ্গে সম্পৃক্ত নয়। এগুলো আদাত বা মানুষের বাস্তব অবস্থার সঙ্গে সম্পৃক্ত। এগুলো সুন্নাহ হিসেবে গ্রহণ করার বিষয় নয়।