আপনার জিজ্ঞাসা
ভোর রাতে দোয়া করা কী সহীহ?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১০৯তম পর্বে ই-মেইলের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, ভোর রাতে দোয়া করা কী সহীহ? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : ভোর রাতে দোয়া করা কী সহীহ? ইফতারের আগ মুহূর্তে দোয়া করা, রোজা অবস্থায় দোয়া করা এইগুলা কি ঠিক?
উত্তর : ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। আপনি যেগুলো লিখেছেন এইগুলা সঠিক। এই সময় দোয়া কবুল হয়। যেমন, ভোর রাতে দোয়া করা, যে কোনো নামাজের সিজদায় দোয়া করা, ইফতারের সময় দোয়া করা, রোজা অবস্থায় দোয়া করা, সফর অবস্থায় দোয়া করা, আজান ও ইকামতের মাঝে দোয়া করা, জুমার দিন আসর নামাজ থেকে মাগরিব পর্যন্ত দোয়া করা। এ সবই সঠিক সময়। এই সময়ে দোয়া করার যথার্থ সময়। এইগুলা নিয়ে কোনো সন্দেহ নেই।