আপনার জিজ্ঞাসা
জামাতে সামনের কাতারে পিলার থাকলে তার পেছনে দাঁড়ানো যাবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার রমজানের বিশেষ আয়োজনের ৩৩৪২তম পর্বে একজন জানতে চেয়েছেন, জামাতে সামনের কাতারে পিলার থাকলে তার পেছনে দাঁড়ানো যাবে? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : জামাতে সামনের কাতারে পিলার থাকলে তার পেছনে দাঁড়ানো যাবে?
উত্তর : ধন্যবাদ প্রশ্নটির জন্য। জামাতের সামনের কাতারে পিলার থাকলে আপনি যদি পেছনে দাঁড়ান তাহলে সালাতের কোনো ক্ষতি হবে না। আপনি এর পেছনে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবেন। যেহেতু আমাদের মসজিদগুলোয় বিভিন্ন পিলার থাকতে হয়। কারণ পিলার ছাড়া তো মসজিদ হবে না। এটা বাধ্যতামূলক হওয়ার কারণে এখানে বিচ্ছিন্নতা হিসেবে ধরা হবে না। তবে কেউ ইচ্ছাকৃত বিচ্ছিন্নতা সৃষ্টি করলে আলাদা কথা। যেমন, কাতারের মাঝখানে পিলার না দিলেও কোনো সমস্যা নেই কিংবা পিলার বাদ দিয়ে কাতার দাঁড়ানো সম্ভব সে ক্ষেত্রে সালাত হবে না। কারণ জামাতে সালাত আদায়ের ক্ষেত্রে কাতার রক্ষা করা গুরুত্বপূর্ণ।