আপনার জিজ্ঞাসা
আয়েশা (রা.) মসজিদ থেকে ইহরাম বেধে ফের ওমরাহ করা যাবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৮১৬ তম পর্বে আয়শা মসজিদ থেকে ইহরাম বেধে ফের ওমরাহ করা যাবে কি না, সে বিষয়ে ঢাকা থেকে চিঠির মাধ্যমে জানতে চেয়েছেন এক দর্শক। অনুলিখন করেছেন রেখা আক্তার।
আয়েশা (রা.) মসজিদ থেকে ইহরাম বেধে নতুন করে ওমরাহ করা যাবে?
উত্তর : ধন্যবাদ আপনাকে। আয়েশা (রা.) মসজিদ থেকে ইহরাম করে আবার ওমরাহ করার বিষয়টি আলেমদের কাছে বিতর্কিত। এটা নিয়ে অনেক দ্বিমত রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হলো, এই ধরনের ওমরাহ সালেফদের দ্বারা প্রমাণিত নয়। এ ছাড়া বলব, আয়েশা (রা.) মসজিদ ইহরামের জন্য মিকাত নয়। এটাই স্পষ্ট কথা। নির্দিষ্ট মিকাত থেকেই ইহরাম বানতে হবে।