আপনার জিজ্ঞাসা
হজ কখন ফরজ হয়?
মাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৬৬৮তম পর্বে টেলিফোনের মাধ্যমে ঢাকা থেকে মিশু জানতে চেয়েছেন, মানুষের ওপর হজ কখন ফরজ হয়? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : মানুষের ওপর হজ কখন ফরজ হয়?
উত্তর : ধন্যবাদ আপনাকে। আপনার কাছে যদি নিত্যপ্রয়োজন মিটিয়ে তার অতিরিক্ত অর্থ থাকে, তাহলে হজ ফরজ। যেমন—আপনার প্রয়োজন মেটানোর পর বাড়ি থেকে আল্লাহর ঘর পর্যন্ত যাওয়া, আবার বাড়ি ফিরে আসার পর্যাপ্ত সামর্থ্য থাকে, তাহলেই আপনার ওপর হজ ফরজ। আপনার কাছে হজে যাওয়ার মতো অর্থ থেকেও যদি আপনি হজ না আদায় করেন, তাহলে আপনি গুনাহগার হবেন। ইচ্ছাকৃতভাবে সামর্থ্য থেকেও হজ আদায় না করলে যতক্ষণ আপনি দেরি করবেন, ততক্ষণ আপনি গুনাহগার হবেন। এখন যদি আপনি অসুস্থ হন, সে ক্ষেত্রে প্রতিটি অসুস্থতারই সুস্থতা আছে। ডাক্তার যাই বলুক, আপনি অসুস্থ হলে আল্লাহর কাছে সুস্থ হওয়ার জন্য দোয়া করবেন। হজ করার জন্য মনোবল শক্ত রাখবেন।