আপনার জিজ্ঞাসা
হজের সতর্কতা নিয়ে ইসলাম কী বলে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৮১৭তম পর্বে টেলিফোনের মাধ্যমে ঢাকা থেকে মিশু জানতে চেয়েছেন, হজের সতর্কতা নিয়ে ইসলাম কী বলে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : হজের সতর্কতা নিয়ে ইসলাম কী বলে?
উত্তর : ধন্যবাদ আপনাকে। যারা হজের উদ্দেশে রওনা দিয়েছেন তাদের অবশ্যই বলব আপনি কোনো অবস্থাতেই ইহরাম ছাড়া মিকাত অতিক্রম করবেন না। অবশ্যই সতর্ক থাকতে হবে যে— আপনাকে মিকাত অতিক্রমের আগে নিয়ত করতে হবে। আপনি যদি ইহরাম ও নিয়ত ছাড়া মিকাত অতিক্রম করে ফেলেন তাহলে কিন্তু হবে না। তাই এই বিষয়ে খুব সতর্ক থাকবেন। এরপর বলব, যারা আল্লাহর ঘরে যাবেন তারা তাওয়াফ করবেন ও অধিক পরিমাণে আল্লাহর ঘরে সালাত আদায় করবেন। হোটেলে, রাস্তায় বা অন্য স্থানে সালাত না পড়ে পাঁচ ওয়াক্ত সালাতই আল্লাহর ঘরে আদায় করবেন। কারণ, এর অনেক ফজিলত। মসজিদুল হারামে এক ওয়াক্ত নামাজ পড়া মানে এক লাখ সালাতের চেয়েও বেশি ফজিলত পাওয়া যায়। এই বিষয়টি আপনি মাথায় রাখবেন। তৃতীয়ত, এই জায়গাটি অনেক পবিত্র জায়গা। ওই জায়গায় গিয়ে কোনো অন্যায় করবেন না। সেখানে অন্যায় করলে অনেক গুনাহ হবে। সেখানে সগিরা গুনাহও কবিরা গুনাহর সমান। এরপর বলব, ৮ ইহরাম করার পর আবার নফল তাওয়াফ করতে হয় না। এটা নতুন প্রচলন শুরু হয়েছে। এটা কিন্তু হাদিসে নেই। তাই এটা নিয়ে সতর্ক থাকবেন। এ ছাড়া আয়শা মসজিদে গিয়ে নতুন করে বারবার ওমরাহ করার বিষয়টিও সঠিক নয়। তাই সেটাও বুঝতে হবে। এইগুলো নিয়ে সতর্ক থাকবেন। সঠিক নিয়মবলি জেনে নেওয়ার চেষ্টা করবেন।