আপনার জিজ্ঞাসা
সম্পদ থাকলেও নগদ টাকা নেই, এমন ব্যক্তির ওপর কি হজ ফরজ?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১৯৭তম পর্বে টেলিফোনের মাধ্যমে জুনায়েদ হোসেন জানতে চেয়েছেন, সম্পদ আছে নগদ টাকা নেই, এমন ব্যক্তির ওপর কি হজ ফরজ? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : সম্পদ আছে নগদ টাকা নেই, এমন ব্যক্তির ওপর হজ ফরজ?
উত্তর : প্রশ্নটির জন্য আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে হজ ফরজ হওয়ার জন্য কোনো ব্যক্তির প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত থাকলে তার ওপর হজ ফরজ। মানে ওই অতিরিক্ত অর্থে তিনি যদি আল্লাহর ঘরে গিয়ে ফিরে আসতে পারেন ও তিনি যদি শারীরিক দিক দিয়ে ফিট থাকেন, তাহলে তার ওপর হজ ফরজ। এ থেকে আমরা আসলে বুঝতে পেরেছি কার ওপর ফরজ। যেমন—আপনার থাকা, খাওয়া, নিত্য সব প্রয়োজন মিটিয়ে অতিরিক্ত থাকলে অবশ্যই আপনার ওপর হজ ফরজ। এখন যার নগদ অর্থ নেই কিন্তু অতিরিক্ত স্বর্ণ, অনেক সম্পদ আছে বা অতিরিক্ত বাড়ি আছে, তাহলে তার ওপরও হজ ফরজ। মানে অতিরিক্ত সম্পদ থাকলে সেটাকে অর্থে রূপান্তর করে তিনি হজ করার চেষ্টা করবেন। এটা একজন ঈমানদারের চেতনা হওয়া উচিত।