কোরবানি ঈদের দিন কতক্ষণ না খেয়ে থাকতে হয়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৬৮৩তম পর্বে ই-মেইলের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, কোরবানির ঈদের দিন কোরবানির পশু জবাইয়ের আগ পর্যন্ত না খেয়ে থাকতে হবে কি না? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : কোরবানির ঈদের দিন কোরবানির পশু জবাইয়ের আগে কতক্ষণ না খেয়ে থাকতে হয়?
উত্তর : ধন্যবাদ আপনাকে। কোরবানি ঈদের দিন সকাল থেকে কোরবানির পশু জবাই করা পর্যন্ত না খেয়ে থাকতে হবে—কথাটি সঠিক নয়। শুধুমাত্র যিনি কোরবানি দেবেন তাঁর জন্য সুন্নাহ হলো ঈদের দিনে পশু জবাইয়ের পর কোরবানির গোশত দিয়ে দিনের খাওয়া শুরু করবেন। এতে আনন্দ রয়েছে। রাসুল (সা.) এভাবে করেছেন বলে প্রমাণিত হয়েছে। এখন প্রশ্ন হলো, তাঁর এটা সম্ভব কি না। মানে ওই ব্যাক্তির সামর্থ্যের ওপর। আবার আমাদের রাসুল (সা.) সূর্য ওঠার ১৪ মিনিট পর ঈদের নামাজ পড়তেন। কিন্তু আমাদের এখানে পড়া হয় সকাল ৯টা বা ১০টায়। তাই কোরবানি দিয়ে খেতে খেতে দেরি হয়ে যায়। এতে আপনার কষ্ট হয়ে যেতে পারে। তবে সম্ভব হলে এটা অবশ্যই পালন করার চেষ্টা করবেন।