আপনার জিজ্ঞাসা
জুমার দিনের ফজিলত সম্পর্কে ইসলামের ব্যাখ্যা কী?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম শায়খ আহমাদুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৮২১তম পর্বে ই-মেইলের টেলিফোনের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, জুমার দিনের ফজিলত সম্পর্কে ইসলামের ব্যাখ্যা কী? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : জুমার দিনের ফজিলত সম্পর্কে ইসলামের ব্যাখ্যা কী?
উত্তর : ধন্যবাদ আপনাকে। জুমার দিন ও জুমার সালাতের ফজিলত নিয়ে জানতে চেয়েছেন। কোরআন শরিফে জুমার দিন ও জুমার সালাত নিয়ে একটা সুরা নাজিল হয়েছে। নাম হলো সুরাতুল জুমা। সেটা থেকে আমরা বুঝতে পারি এই দিনটা কতটা মর্যাদাপূর্ণ। এ ছাড়া রাসুল (সা.) বলেছেন, এটি হলো শ্রেষ্ঠ দিন। এই দিনে হজরত আদম (আ.) কে সৃষ্টি করেছেন আবার এই দিনে কেয়ামত হবে। সবমিলিয়ে এই দিনটা অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ এই দিনটাকে আল্লাহর সপ্তাহের সাত দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন। জুমার দিনে যখন সালাতের আজান হবে তখন বান্দাদের সাড়া দিতে আল্লাহ নির্দেশ করেছেন। এক হাদিস অনুসারে, টানা তিন জুমা কেউ না পড়লে মুনাফিক হয়ে যায়। তাই একজন ঈমানদারের কাছে জুমার সালাত ও জুমার দিন দুটোই অনেক গুরুত্বপূর্ণ।