আপনার জিজ্ঞাসা
জীবনের আসল লক্ষ্য কী হওয়া উচিত?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২৮০তম পর্বে একজন থেকে জানতে চেয়েছেন, জীবনের আসল লক্ষ্য কী হওয়া উচিত? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : জীবনের আসল লক্ষ্য কী হওয়া উচিত?
উত্তর : ধন্যবাদ আপনাকে। একটিই তো লক্ষ্য হওয়া উচিত। সেটি হলো আল্লাহর সন্তুষ্ট অর্জন করা। জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করা এবং জান্নাতে প্রবেশ করার যোগ্যতা অর্জন করা। এটাই তো বড় লক্ষ্য হওয়া উচিত। এটাই প্রকৃত সফলতা। জাহান্নামের আগুন থেকে সরিয়ে যাকে জান্নাতে প্রবেশ করানো হলো সেই তো পাস করে গেল। সুতরাং এটাই বড় পাস করা। অনেকেই বলে ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই বা পুলিশ হতে চাই—এইগুলো পুরোটাই ইহলৌকিক। এটা গোটা জীবনের সাথে যায় না। জীবনকে শুধুমাত্র সামান্য দুনিয়ার সময়ের সঙ্গে সীমাবদ্ধ রাখবেন না। এই সফরটা অনেক লম্বা। যা আখিরাতের সাথে সংযোগ স্থাপন করবে। তাই পার্থিব জীবন নয় অগ্রাধিকার দিতে হবে আখিরাতকে। আখিরাতই হলো চিরস্থায়ী জীবন। দুনিয়ার জীবন মাত্র স্বল্প সময়ের। যেটা পুরোটাই একটা পরীক্ষার মঞ্চ।