আপনার জিজ্ঞাসা
ব্যবসার জন্য জমি কিনলে কি জাকাত দিতে হয়?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২৮৯তম পর্বে টেলিফোনের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, বিক্রয়ের জন্য জমি কিনলে কি জাকাত দিতে হয়? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : আমি বিক্রয় করার উদ্দেশে জমি কিনেছি। দাম বাড়লে বিক্রি করব। এই জমি ক্রয়কৃত টাকার জাকাত কি দিতে হবে?
উত্তর : ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন শুনে মনে হয়েছে আপনি ব্যবসার জন্য জমি কিনেছেন। স্বাভাবিক নিয়মে ব্যবসার পণ্য যদি মজুদ থাকে তাহলে জাকাত দিতে হবে। কিন্তু যেহেতু জমি কিন্তু এই জমি থেকে জাকাত আদায়ের কোনো পদ্ধতি নেই তাহলে কই থেকে জাকাত দেবেন? আপনি তো আর লোন করে জাকাত দেবেন না। এটা তো ইসলামের বিধান নয়। জাকাত হচ্ছে যে সম্পদ থেকে জাকাত আসবে সেই সম্পদ থেকে দিতে হবে। আপনি যখন ওই জমি বিক্রি করবেন নগদ টাকা পাবেন ক্যাশ তখন আপনার জাকাত দিতে হবে। তখন পুরো অর্থ থেকেই আপনাকে জাকাত দিতে হবে। তখন আপনার সময়ও দেখতে হবে না যে এক বছর হলো কি হলো না! আপনি টাকা ক্যাশ পাবার পরপরই তখন পুরো অর্থ থেকে জাকাত দেবেন। এর আগে তো জাকাতের সুযোগ নেই। আশাকরি বুঝতে পেরেছেন।