শত বছরের পুরোনো দৃষ্টিনন্দন ‘ছোট মসজিদ’

নওগাঁর মহাদেবপুর উপজেলা থেকে মাতাজিহাট রোডে ৯ কিলোমিটার দূরে চেরাগপুর ইউনিয়নের জন্তীগ্রাম স্কুলের পাশে দৃষ্টিনন্দন একটি শত বছরের পুরোনো মসজিদ রয়েছে। স্থানীয়রা এই মসজিদকে ‘ছোট মসজিদ’ বলে ডাকে।
মসজিদটি বাহির থেকে দেখলে পুরোনো ছোট মনে হলেও, ভিতরে ঢুকলে যে কারো নজর কাড়বে অনায়াসে। এলাকায় মসজিদটি জন্তীগ্রাম জামে মসজিদ নামেই পরিচিত। স্থানীয়দের ধারণা, এই মসজিদটি ১৯২২-১৯২৩ খ্রিষ্টাব্দে মোসারু সরদার নামে তৎকালীন এক ব্যক্তি নির্মাণ করেন।
মসজিদটির আয়তন উত্তর দক্ষিণে দৈর্ঘ্য ২০ ফিট এবং পূর্ব পশ্চিমে প্রস্থ্য ১০ ফিট। মসজিদের ভিতরে রয়েছে দুটি অংশ। মসজিদটিতে একসঙ্গে ৩০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারে। এই মসজিদটির উপরে রয়েছে ছোট ছোট ১২ টি গম্বুজ। আর মসজিদের ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ে ছোট ছোট কাঠের পাল্লা দিয়ে তৈরি তিনটি দরজা। দরজা খুলে ভিতরে প্রবেশ করতেই চোখে পরলো পাথর খচিত দৃষ্টিনন্দন ফুলের নকশা। দেওয়ালে এবং ছাদে নজরকাড়া দৃষ্টিনন্দন নকশা রয়েছে। এসব নকশা চুন-সুরকি, সিমেন্ট ও ইটের খোয়া দিয়ে তৈরি হয়েছে বলে স্থানীয়রা জানান। এসব নকশা শতো বছরের পুরোনো হলেও কালের সাক্ষী হয়ে এখনো নজর কাড়ছে দূর আসা মুসল্লিদের কাছে।
মসজিদের ইমাম আশরাফুল ইসলাম বলেন, ‘আমি তিন বছর থেকে এই মসজিদে নামাজ পড়াচ্ছি। মসজিদের ভিতরে প্রবেশ করলে সৌন্দর্য দেখে মনটা ভরে যায়। শত বছরের পুরোনো এই মসজিদে নামাজ পড়াতে পেরে গর্বিত।’