১৫ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৫ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার তারিখ জানিয়েছে। এর মধ্যে দুই কোম্পানির সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন সংক্রান্ত সভা রয়েছে। আজ সোমবার (৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় ১৩ কোম্পানি তাদের চলতি অর্থবছরের (২০২৩-২০২৪) প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে। একই সঙ্গে পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন শেষে সবার উদ্দেশে প্রকাশ করবে। পর্ষদ সভার তারিখ ঘোষণা করা কোম্পানিগুলো হলো—রহিমটেক্স, মালেক স্পিনিং, বিবিএস কেবলস, বিবিএস, নাহি অ্যালুমিনিয়াম, সেন্টাল ফার্মা, কেডিএস এক্সেসরিজ, বেঙ্গল ইউন্ডসর, আনলিমায়ার ডাইং, আরডি ফুড, সিলভা ফার্মা, এপেক্স ফুড ও এসকে ট্রিমস। এছাড়া আইসিবি ও ওয়াইম্যাক্স ইলেকট্রোডস ২০২২-২০২৩ সমাপ্ত অর্থবছরের (জুলাই-জুন) আর্থিক প্রতিবেদন সংক্রান্ত সভা করবে।
সভায় কোম্পানি প্রতিবেদন অনুমোদন শেষে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
এদের মধ্যে আইসিবির পর্ষদ সভা আগামী ৮ নভেম্বর বিকেল সাড়ে ৩টায়, ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের আগামী ১১ নভেম্বর বিকেল ৬টায়, রহিমটেক্সের আগামী ১২ নভেম্বর বিকেল সাড়ে ৩টায়, মালেক স্পিনিংয়ের আগামী ১২ নভেম্বর দুপুর ২টা ৪৫ মিনিট, বিবিএস কেবলসের আগামী ৯ নভেম্বর বিকেল সাড়ে ৪টায়, বিবিএসের আগামী ৯ নভেম্বর বিকেল সাড়ে ৩টায়, নাহি অ্যালুমিনিয়াম আগামী ৯ নভেম্বর বিকেল সাড়ে ৫টায়, সেন্টাল ফার্মার আগামী ৯ নভেম্বর বিকেল ৩টায়, কেডিএস এক্সেসরিজের আগামী ৯ নভেম্বর বিকেল ৪টায়, বেঙ্গল ইউন্ডসর আগামী ১২ নভেম্বর বিকেল সাড়ে ৪টায়. আনলিমায়ার ডাইংয়ের আগামী ১১ নভেম্বর দুপুর ১২টায়, সিলভা ফার্মার আগামী ১৩ নভেম্বর বিকেল ৩টায়, এপেক্স ফুডের আগামী ১৩ নভেম্বর বিকেল সাড়ে ৫টায়, এসকে ট্রিমসের আগামী ১৩ নভেম্বর বিকেল ৫টায় এবং আরডি ফুডের আগামী ১৪ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় শুরু হবে।