মেঘনা সিমেন্টের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা সিমেন্টের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে। কোম্পানিটি ২০২২-২০২৩ সমাপ্ত অর্থবছরের (জুলাই-জুন) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেওয়া হয়েছে।
আজ বুধবার (৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ২০২২-২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে মেঘনা সিমেন্টের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৩ পয়সা। আগের অর্থবছরে (২০২১-২০২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৯১ পয়সা। সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ৫৪ টাকা ৪৩ পয়সা। আগের অর্থবছরের ছিল ১৪ টাকা ৪২ পয়সা।
চলতি অর্থবছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫০ টাকা ৫৮ পয়সা। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে আগামী ২৭ ডিসেম্বর বেলা ১১টায়। লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩ ডিসেম্বর।
উল্লেখ্য, ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় মেঘনা সিমেন্ট। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩০ কোটি ৮ লাখ ৪০ হাজার টাকা। শেয়ার সংখ্যা ৩ লাখ ৮৪ হাজার ৩১৪টি। রিজার্ভ রয়েছে ১৩৫ কোটি ৮০ লাখ টাকা। বুধবার কোম্পানিটির শেয়ার প্রতি দর ছিল ৭৬ টাকা ৬০ পয়সা।

জ্যেষ্ঠ প্রতিবেদক