সূচকের পতন ডিএসইতে, লেনদেনও কমেছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি)। আগের কর্মদিবস মঙ্গলবার থেকে এদিন লেনদেনের পরিমাণ কমেছে। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। বাজারে মূলধন পরিমাণও কমেছে। প্রধান সূচক উত্থান চিত্র ছিল অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। তবে কমেছে লেনদেনের পরিমাণ। মূলধনও কমেছে। বেশিরভাগ কোম্পানির দরপতন হয়েছে।
স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইট অনুসন্ধানে দেখা যায়, শেয়ার কেনার চাপে ডিএসইতে লেনদেনের শুরুতেই সূচক উত্থান হয়। লেনদেন শুরুর প্রথম ২১ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ২১ পয়েন্ট। ডিএসইএক্স সূচক অবস্থান করেছিল ছয় হাজার ২৯৩ পয়েন্টে। পরে বাড়া-কমার মধ্যে ছিল সূচক। লেনদেনের এক ঘণ্টা পর সূচক ডিএসইএক্স কমার গতি বাড়তে থাকে। লেনদেন শেষে ডিএসইএক্স কমেছে চার পয়েন্ট। লেনদেন ৯০০ কোটি টাকার কাছাকাছিতে অবস্থান করেছে।
স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্রে জানা যায়, বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৮৮৮ কোটি ৭৭ লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার লেনদেন ৮৯৮ কোটি ২০ লাখ টাকা। এদিন পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৬২ হাজার ৮১৬ কোটি ৮৭ লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার বাজার মূলধন ছিল সাত লাখ ৬২ হাজার ২১৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার। বুধবার সূচক ডিএসইএক্স চার দশমিক শূন্য ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২৬৮ দশমিক ৬২ পয়েন্টে। ডিএসইএস সূচক এক দশমিক ৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৬৩ দশমিক ৬৬ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক পাঁচ দশমিক ৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১৩২ দশমিক ৬২ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৪৫টির ও কমেছে ১৭৭টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৭৪টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মার শেয়ার। কোম্পানিটির ৪৬ কোটি ২২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেস্ট হোল্ডিংসের ৩১ কোটি ৯৯ লাখ টাকা, ফু-ওয়াং সিরামিকের ২৮ কোটি ৯৫ লাখ টাকা, মুন্নু ফেব্রিক্সের ২৪ কোটি ৪৬ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১৯ কোটি ২১ লাখ টাকা, ফু-ওয়াং ফুডের ১৮ কোটি ৯৬ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ১৮ কোটি ৩৯ লাখ টাকা, ওরিয়ন ফার্মার ১৭ কোটি ৭৮ লাখ টাকা, একটিভ ফাইনের ১৬ কোটি ৯৫ লাখ টাকা এবং রবির ১৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার ১৪ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্মদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ২০ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৫৪ হাজার ৫৭৭ কোটি ২৮ লাখ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার বাজার মূলধন ছিল সাত লাখ ৫৪ হাজার ৬৭৫ কোটি ৪৮ লাখ টাকা। সিএসই প্রধান সূচক সিএএসপিআই আট দশমিক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৪৫ দশমিক ৯২ পয়েন্টে। এছাড়া সিএসই৫০ সূচক দশমিক ৪৪ পয়েন্ট এবং সিএসসিএক্স সূচক ছয় দশমিক ৩৮ পয়েন্টে বেড়েছে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ২৯ দশমিক ৯৭ পয়েন্ট এবং সিএসআই সূচক দুই দশমিক ১২ পয়েন্ট কমেছে। সিএসইতে লেনদেন হওয়া ২৭১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০৫টির এবং কমেছে ১২২টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৪৪টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে রবির শেয়ার। কোম্পানিটির এক কোটি ৬৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেস্ট হোল্ডিংসের এক কোটি ২৫ লাখ টাকা, ফু-ওয়াং সিরামিকের ৭৭ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ৬৬ লাখ টাকা, সিকদার ইন্স্যুরেন্সের ৪৭ লাখ টাকা, ন্যাশনাল হাউজিংয়ের ৪৫ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৪৫ লাখ টাকা, নাভানা ফার্মার ৪৪ লাখ টাকা, মুন্নু ফেব্রিক্সের ৪১ লাখ টাকা এবং ওরিয়ন ফার্মার ৩৮ লাখ টাকার শেয়ার কেনা-বেচা হয়।