আইপিডিসি ফাইন্যান্সের ২২তম এজিএম সম্পন্ন

শেয়ারহোল্ডারদের সম্মতির মধ্য দিয়ে ডিজিটাল প্লাটফর্মে সম্প্রতি ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স। ওইদিন কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে ২০২৩ সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) জন্য ১০ শতাংশ (৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস) লভ্যাংশ সহ মোট সাতটি এজেন্ডা অনুমোদন হয়।
অন্য এজেন্ডাগুলো হলো- আলোচিত সমাপ্ত বছরের আর্থিক বিবরণী অনুমোদন, পরিচালক মনোনয়ন ও নির্বাচন, নিরীক্ষক পুনঃনিয়োগ ও সন্মানী। এছাড়া কোম্পানির করপোরেট গভর্ন্যান্সসহ ব্যবসার কার্যক্রমের স্বার্থে আগাম অনুমতি এজেন্ডাও অনুমোদন হয়। এছাড়া ‘আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড’ পরিবর্তে ‘আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’ রাখার সিদ্ধান্ত এজেন্ডা অনুমোদিত হয়। সভায় পরিচালক হিসেবে মনোনয়ন পেলেন নিরুফার নাজনীন। স্বতন্ত্র পরিচালক হিসেবে পুনঃনির্বাচন পেলেন শাহ মো. আহসান হাবিব।
এজিএমের সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আরিফুল ইসলাম। ডিজিটাল প্লাটফর্মের এ সভায় ছিলেন কোম্পানির পরিচালক, স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস, কোম্পানির সিএফও ফাহমিদা খান, হেড অফ লিগ্যাল অ্যাফেয়ার্স ও হেড অফ ব্র্যান্ড অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন (ভারপ্রাপ্ত) ব্যারিস্টার সামিউল হাশিম, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ফাহমিদা খান, কোম্পানি সচিব সহ সাধারণ শেয়ারহোল্ডাররা।