আড়াই ঘন্টায় লেনদেন দুইশ কোটি টাকা, উত্থানে প্রধান সূচক
প্রধান সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। শুরুর প্রথম ২ ঘন্টা ৩০ মিনিট বা বেলা ১২ টা ৩০ মিনিটে লেনদেন হয়েছে দুইশ কোটি টাকা। আলোচিত সময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরে উত্থান হয়েছে। আজ রোববার (২ জুন) ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা যায়, শেয়ার ক্রয়ের চাপে লেনদেনের শুরুতেই প্রধান সূচকের উত্থান হয়। লেনদেনে শুরুর প্রথম ৯ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ৩৩ পয়েন্ট। পরে ক্রয়ের চাপ কমতে থাকে। এতে সূচকের উত্থান গতি কমে যায়। লেনদেনের শুরুর প্রথম দুই ঘন্টা ৩০ মিনিটে ডিএসইএক্সে উত্থান হয় চার দশমিক ১৩ পয়েন্ট। আলোচিত সময়ে ডিএসইএক্স সূচক বেড়ে অবস্থান করেছে পাঁচ হাজার ২৫৬ দশমিক ১০ পয়েন্টে।
তবে আলোচিত সময়ে ডিএসইএস সূচক দশমিক ৬০ পয়েন্ট ও ডিএস ৩০ সূচক তিন দশমিক ৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ১৪৩ দশমিক শূন্য ৯ পয়েন্ট ও এক হাজার ৮৭১ দশমিক ১৯ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৮৩টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়েছে ২০০ কোটি ৪১ লাখ টাকা।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার। লেনদেন করেছে ৯ কোটি ৫৭ লাখ টাকা। এ ছাড়া বিচ হ্যাচারীর আট কোটি ৫৬ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ছয় কোটি ৮৭ লাখ টাকা, ফারইস্ট নিটিংয়ের ছয় কোটি ৭৭ লাখ টাকা, ওরিয়ন ফার্মার ছয় কোটি ৭৬ লাখ টাকা, ইজেনারেশনের ছয় কোটি ৪১ লাখ টাকা, গোল্ডেন সনের ছয় কোটি ৩ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ছয় কোটি ১৮ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ছয় কোটি ছয় লাখ টাকা এবং মালেক স্পিনিংয়ের চার কোটি ৭৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।