প্লেসমেন্ট সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলা হয়েছে : রিচার্ড ডি রোজারিও
পুঁজিবাজারে প্লেসমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু। এই জায়গাটাকে সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক রিচার্ড ডি রোজারিও।
আজ শনিবার (২৯ জুন) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) ফল উৎসব অনুষ্ঠানে ডিএসই পরিচালক এ কথা বলেন। রাজধানীর পল্টনের আল রাজি কমপ্লেক্সে সিএমজেএফ অডিটোরিয়ামে উৎসবটি অনুষ্ঠিত হয়েছে।
সিএমজেএফের সভাপতি এসএম গোলাম সামদানীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু আলীর সঞ্চালনায় ফল উৎসবে বক্তব্য দেন ডিএসইর সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান পরিচালক শাকিল রিজভী, ডিএসইর সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন, ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি রেফায়েত উল্লাহ মীরধা, সাবেক সভাপতি সাইফুল ইসলাম দিলাল, সিএমজেএফের সাবেক সভাপতি জিয়াউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন, সিনিয়র সদস্য রাজু আহমেদ প্রমুখ।
প্লেসমেন্ট ইস্যু বাজেভাবে ব্যবহার হচ্ছে জানিয়ে রিচার্ড ডি রোজারিও বলেন, পুঁজিবাজারে প্লেসমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু। এর মাধ্যমে কিছু মানুষকে ক্যাপিটাল মার্কেটে সম্পৃক্ত করা হয়। এতে বাজারে নতুন বিনিয়োগ সহ এর পরিধি বাড়ে। এই জায়গাটাকে সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলা হয়েছে।
সাংবাদিকদের উদ্দেশ্যে রিচার্ড বলেন, সাংবাদিকরা লেখনির মাধ্যমে এই অনিয়মগুলো তুলে ধরলে এ থেকে কিছুটা উত্তরণ হতে পারে, তা না হলে পরিস্থিতি আরও খারাপ দিকে যাবে।
পুঁজিবাজারের জন্য প্লেসমেন্ট খুবই ভাল একটি উদ্যোগ ছিল জানিয়ে সিইও ফোরামের সভাপতি ছায়েদুর রহমান বলেন, এটা কে কীভাবে ব্যবহার করছে তার উপর এর ভালমন্দ নির্ভর করে। তবে এর মন্দ ব্যবহারটা বেশি হয়েছে।