শাহজিবাজারে বিদ্যুৎ উৎপাদনের মেয়াদ বাড়ল আরও পাঁচ বছর
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাহজিবাজার পাওয়ারের সাথে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। আজ বুধবার (১০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাথে শাহজিবাজার পাওয়ারের মাধবপুর, হবিগঞ্জ ৮৬ মেগাওয়াট গ্যাসভিত্তিক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রটির বিদ্যুৎ সরবরাহের চুক্তির মেয়াদ গত ৯ ফেব্রুয়ারি শেষ হয়েছিল। পরে গতকাল মঙ্গলবার (৯ জুলাই) বিদ্যুৎ সরবরাহের চুক্তির প্রথম সংশোধনী কার্যকর হিসেবে ‘নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট’ শর্তে আগামী পাঁচ বছরের জন্য চুক্তি করে কোম্পানিটি। উভয় পক্ষের আলোচনায় আগামী ৫ বছরের জন্য বিদ্যুৎ উৎপাদনের অনুমতি পেল শাহজিবাজার পাওয়ার।