৭৫ শতাংশ কোম্পানির শেয়ারে দরপতন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ রোববার (১৪ জুলাই)। এদিন লেনদেনে অংশ নেওয়া ৭৫ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। গতদিনের তুলনায় এদিন পুঁজিবাজারে মূলধনের পরিমাণ কমেছে দেড় হাজার কোটি টাকা। লেনদেন কমে আজ ৬০০ কোটি টাকার ঘরে রয়েছে।
ডিএসইর সূত্রে জানা গেছে, আজ ডিএসইতে লেনদেন হয় ৬২২ কোটি ২৫ লাখ টাকা। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন ছিল ৬৬৪ কোটি ২৮ টাকা। আলোচিত এদিনে পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬২ হাজার ১৪৮ কোটি ৬৪ লাখ টাকা। আগের কর্মদিবস বৃহস্পতিবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৬৩ হাজার ৬৫২ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার। একদিনের ব্যবধানে পুঁজিবাজারে মূলধন কমেছে এক হাজার ৫০৪ কোটি টাকা।
আজ সূচক ডিএসইএক্স ২৩ দশমিক ৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪৮২ দশমিক ৭৯ পয়েন্টে। আগের কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ৫০৬ দশমিক ৭৮ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক চার দশমিক ৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২০২ দশমিক ৭০ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক পাঁচ দশমিক ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৩৭ দশমিক ১১ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৭০টির ও কমেছে ২৯৭টিব বা ৭৪ দশমিক ৮১ শতাংশ। শেয়ার দর পরিবর্তন হয়নি ৩০টির।
লেনদেনের শীর্ষে এদিনে উঠে এসেছে লাভেলো আইসক্রিমের শেয়ার। কোম্পানিটির ২৭ কোটি ৯০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে দুই দশমিক ৯৯ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ফার কেমিক্যালের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে ৯ দশমিক ৭৫ শতাংশ।