সূচকের পতন, মূলধন কমেছে ৪৯২৫ কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ রোববার (৫ জানুয়ারি)। এক কর্মদিবসের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩৪ পয়েন্ট। আগের কর্মদিবস বৃহস্পতিবারের তুলনায় এদিন পুঁজিবাজারে মূলধন কমেছে চার হাজার ৯২৫ কোটি টাকা। লেনদেন কমে আজ ৩১১ কোটি টাকার ঘরে অবস্থান করেছে। এদিন লেনদেনে অংশ নেওয়া ৬৮ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩১৩ কোটি ৬৫ লাখ টাকা। আর আজ লেনদেন হয়েছে ৩১১ কোটি ৬৬ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৫৮ হাজার ২৫ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বৃহস্পতিবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৬২ হাজার ৯৫১ কোটি ৪২ লাখ টাকার শেয়ার। এক কর্মদিবস ব্যবধানে বাজারে মূলধন কমেছে চার হাজার ৯২৫ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা।
আজ ডিএসইএক্স ৩৪ দশমিক ৪৪ পয়েন্ট কমে হয়েছে পাঁচ হাজার ১৬৫ দশমিক ১৬ পয়েন্টে। আগের কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ১৯৯ দশমিক ৬১ পয়েন্টে। আজ ডিএস৩০ সূচক ১১ দশমিক ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯১৯ দশমিক ৬২ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ছয় দশমিক ৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৪৮ দশমিক ১২ পয়েন্টে।
ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৭৩টির এবং কমেছে ২৭০টির বা ৬৮ দশমিক শূন্য এক শতাংশ। শেয়ার দর পরিবর্তন হয়নি ৫৪টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফাইন ফুডসের শেয়ার। কোম্পানিটির ২৪ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মিডল্যান্ড ব্যাংকের আট কোটি ৯৪ লাখ টাকা, রবি আজিয়াটার আট কোটি চার লাখ টাকা, ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের সাত কোটি ৯১ লাখ টাকা, পূবালী ব্যাংকের সাত কোটি ৬৭ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ছয় কোটি ৫৪ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ছয় কোটি আট লাখ টাকা, সান লাইফ ইন্স্যুরেন্সের পাঁচ কোটি ৮৪ লাখ টাকা, ইসলামী ব্যাংকের পাঁচ কোটি ১৬ লাখ টাকা এবং ওয়ের্স্টান মেরিনের পাঁচ কোটি তিন লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে কেয়া কসমেটিকসের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৪৩ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ডের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৪৯ শতাংশ।