অধিকাংশ কোম্পানির বেড়েছে দর
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ সোমবার (৬ জানুয়ারি)। এক কর্মদিবসের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৩ পয়েন্ট। আগের কর্মদিবস রোববারের তুলনায় এদিন পুঁজিবাজারে মূলধন বেড়েছে। লেনদেন বেড়ে আজ ৩৬২ কোটি টাকার ঘরে চলে এসেছে। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে।
জানা গেছে, ডিএসইতে আজ লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২২৩টির বা ৫৬ দশমিক শূন্য তিন শতাংশ এবং কমেছে ১০১টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৫৪টির। গতকাল রোববার লেনদেন হয়েছিল ৩১১ কোটি ৬৬ লাখ টাকা। আজ লেনদেন হয়েছে ৩৬২ কোটি ৬৭ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৫৯ হাজার ৬২৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস রোববার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৫৮ হাজার ২৫ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার। এক কর্মদিবস ব্যবধানে বাজারে মূলধন বেড়েছে এক হাজার ৬০৩ কোটি ৯০ লাখ টাকা।
আজ ডিএসইএক্স ৩৩ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে হয়েছে পাঁচ হাজার ১৯৮ দশমিক ৮৪ পয়েন্টে। আগের কর্মদিবস রোববার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ১৬৫ দশমিক ১৬ পয়েন্টে। আজ ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৩৩ দশমিক ৬২ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক ১৩ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৬১ দশমিক ৫৮ পয়েন্টে।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফাইন ফুডসের শেয়ার। কোম্পানিটির ১৪ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সান লাইফ ইন্স্যুরেন্সের ১৩ কোটি ৬৪ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১২ কোটি ৬৪ লাখ টাকা, রবি আজিয়াটার ১১ কোটি ৯৪ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের ১১ কোটি ৬৪ লাখ টাকা, ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের ১১ কোটি ৫৫ লাখ টাকা, অগ্নি সিস্টেমসের ১১ কোটি ৩২ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৯ কোটি ৬৬ লাখ টাকা, স্কয়ার ফার্মার সাত কোটি ৭৭ লাখ টাকা এবং খান ব্রাদার্সের ছয় কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে গ্লোবাল হেভি কেমিক্যালসের শেয়ার। কোম্পানিটির দর কমেছে পাঁচ দশমিক ২৬ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ইনফরমেশন সার্ভিসেসের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ।