সার্ভেইল্যান্স উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চায় বিএসইসি
পুঁজিবাজারের সার্ভেইল্যান্স সিস্টেমসকে বিশ্বমানে মতো উন্নত করতে বিশ্বব্যাংকের কাছে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ে বিএসইসির নিজস্ব ভবনে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএসইসির নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এ সময় বিএসইসির কমিশনার মোহাম্মদ মহসিন চৌধুরী, অধ্যাপক ফারজানা লালারুখ ও মো. আলী আকবর।
এর আগে আজ সকালে উভয় পক্ষের বৈঠক অনুষ্ঠিত হয়ে। বৈঠকে বিশ্বব্যাংকের দীর্ঘমেয়াদী অর্থায়নের প্র্যাকটিস ম্যানেজার নীরজ ভার্মা, সিনিয়র ফাইন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট সোল্ট ব্যাঙ্গো, ফিন্যান্সিয়াল সেক্টর কনসালটেন্ট (ভার্চুয়ালি) মিসেস সাদিয়া আফরিন, ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট সোফি ডং ও আইএফসির সিনিয়র অপারেশনস অফিসার সোলায়মান।
সংবাদ সম্মেলনে খন্দকার রাশেদ মাকসুদ বলেন, বিশ্বব্যাংকের কাছ থেকে কোন কোন জায়গাতে কারিগরি সহায়তা পেতে পারি, সেইসব নিয়ে আলোচনা হয়েছে।
পরে ফারজানা লালারুখ বলেন, আমরা দুর্বল সার্ভেইল্যান্স সফটওয়্যার দিয়ে চলছি, যা ২০১২ সালে স্থাপন করা হয়। এটা এখন আপডেট করা হয়নি। এটার সমাধান করতে হবে। এটাকে খুব দ্রুত বিশ্ব মানের নেওয়ার জন্য চেষ্টা করছি। অবশ্য আমরা এ নিয়ে বিশ্বব্যাংকের সহযোগিতা চেয়েছি। তিনি বলেন, আমরা সুশাসন নিয়ে কাজ করছি, যা বিএসইসির ভিতর থেকে শুরু হবে।