খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএসইসি ভবনে দোয়া
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) ভবনে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ সোমবার (১লা ডিসেম্বর) এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছেন বেগম জিয়া। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দল ও দেশের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে তার রোগমুক্তির জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে।
বিএসইসি ভবনে আয়োজিত এই বিশেষ মোনাজাতে বিএসইসি-এর চেয়ারম্যান আনোয়ারুল আলম, কমিশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশ নেন। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।
নেতৃবৃন্দ বলেন, দেশের বৃহৎ একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবে খালেদা জিয়ার সুস্থতা দেশের গণতন্ত্র ও রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দলমত নির্বিশেষে সকলের প্রতি তার আরোগ্যের জন্য দোয়া করার আহ্বান জানান।

এনটিভি অনলাইন ডেস্ক