৮০ মিনিটে লেনদেন ১৩৭ কোটি টাকা, পতনে সূচক
সব ধরনের সূচক পতনে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) শুরুর প্রথম এক ঘণ্টা ২০মিনিটে লেনদেন হয়েছে ১৩৭ কোটি চার লাখ টাকার শেয়ার। আলোচিত সময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, লেনদেন শুরুতে ডিএসইতে শেয়ার বিক্রেতার চাপ বাড়ে। এতে লেনদেনের প্রথম ৩৫ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স পতন হয় ২৪ পয়েন্ট। তখন ডিএসইএক্স সূচক অবস্থান করেছিল পাঁচ হাজার ৬৩৪ পয়েন্টে। পরে সেই সূচক পতন গতি কমে আসে। লেনদেনের শুরুর প্রথম ৮০ মিনিটে সূচক ডিএসইএক্স ৯ দশমিক ২৩ পয়েন্ট পতন হয়ে দাঁড়ায় পাঁচ হাজার ৬৪৮ দশমিক ৮৮ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক দুই দশমিক ৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৬৮ দশমিক ৫০ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক সাত দশমিক ৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৫৫ দশমিক শূন্য চার পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৯১টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানির শেয়ারদর।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে এমজেএল বাংলাদেশের শেয়ার। লেনদেন করেছে ১১ দশমিক ৪০ কোটি টাকা। এ ছাড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১০ কোটি ২০ টাকা, ইসলামী ব্যাংকের ছয় কোটি ৩৭ লাখ টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংকের ছয় কোটি ৪৭ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ছয় কোটি ৩৬ লাখ টাকা, অগ্নি সিস্টেমসের পাঁচ কোটি ৬৬ লাখ টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংকের চার কোটি ২৫ লাখ টাকা, সোনালী আঁশের তিন কোটি ৮০ লাখ টাকা, গ্রামীণফোনের তিন কোটি ৪৬ লাখ টাকা এবং ফরচুন সুজের তিন কোটি ১৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।