দুয়ার কিউআইও বন্ধের সিদ্ধান্ত
পুঁজিবাজারের তালিকাভুক্তির অপেক্ষায় থাকা দুয়ার সার্ভিসেস পিএলসির কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) সাবস্ক্রিপশন স্থগিত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৩৯তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গত বছরের ২৭ এপ্রিল দুয়ার সার্ভিসেস কিউআইওর মাধ্যমে পাঁচ কোটি টাকা উত্তোলনের জন্য আবেদন করে। একই বছরের ৯ জুন শর্ত সাপেক্ষে অভিপ্রায় পত্র (লেটার অব ইনটেন্ট) দেওয়া হয়। গত ৫ ডিসেম্বর বিএসইসির সম্মতিপত্র দিলে দুয়ার সার্ভিসেস কিউআইও অফারের মাধ্যমে শেয়ারের আবেদনের জন্য ১৯ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি নির্ধারণ করে। কিন্তু দুয়ার সার্ভিসেস আর্থিক তথ্যে পরিবর্তন ও গড়মিলের অভিযোগ তুলে এ সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
সাবস্ক্রিপশন বন্ধ প্রসঙ্গে বিএসইসি বলছে, পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় দুয়ার সার্ভিসেস পিএলসির কিউআইওর সাবস্ক্রিপশন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি উক্ত বিষয়ে তদন্তের জন্য বিএসইসি ও ডিএসইর কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি উক্ত কোম্পানির সাথে তার বিভিন্ন গ্রাহকের সেবা প্রদান সংক্রান্ত চুক্তি, কোম্পানির আয় ও মুনাফা সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ কমিশনের দৃষ্টিগোচর হয়। সেই প্রেক্ষিতেই কমিশন সার্বিক বিষয়টি খতিয়ে দেখতে এই সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।