মুনাফা কমেছে, লভ্যাংশ দেবে না ইসলামী ব্যাংক
পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক ব্যাংলাদেশের সমাপ্ত হিসাব বছরে (২০২৪ সাল, জানুয়ারি-ডিসেম্বর) শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আলোচিত সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন যাচাই-বাছাই করে কোম্পানিটির পর্ষদ সভায় এই অনুমোদন হয়। আজ বুধবার (২৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত সমাপ্ত বছরে (২০২৪ সাল, জানুয়ারি-ডিসেম্বর) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬৮ পয়সা। আগের সমাপ্ত বছরে (২০২৩ সাল, জানুয়ারি-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল তিন টাকা ৯৫ পয়সা। এক বছরের মুনাফা কমেছে ৮২ দশমিক ৭৮ শতাংশ।
অপরদিক গত সমাপ্ত হিসাব বছরে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ৫৭ টাকা ৯০ পয়সা। আগের সমাপ্ত হিসাব বছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল নেগেটিভ ১০ টাকা ৬৩ পয়সা। গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪৪ টাকা ৩৬ পয়সা। আগের সমাপ্ত হিসাব বছরে শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল ৪৫ টাকা ২৪ পয়সা। লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হওয়ার তারিখ এখন জানানো হয়নি। বিনিয়োগকারী নির্বাচনের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ সেপ্টেম্বর। অবশ্য ব্যাংকটি আগের সমাপ্ত হিসাব বছরে (২০২৩ সাল, জানুয়ারি-ডিসেম্বর) শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ইসলামী ব্যাংক ব্যাংলাদেশ। ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটির অনুমোদিত মূলধন দুই হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন এক হাজার ৬০৯ কোটি ৯৯ লাখ ১০ হাজার টাকা। শেয়ার সংখ্যা ১৬০ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৬৬৯টি। রিজার্ভে রয়েছে পাঁচ হাজার ৬৭৪ কোটি সাত লাখ টাকা। চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত সময়ে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে শূন্য দশমিক ১৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৭৪ দশমিক ৯৮ শতাংশ, বিদেশিদের হাতে ১৭ দশমিক ৮৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ছয় দশমিক ৯৫ শতাংশ শেয়ার রয়েছে। আজকের (বুধবার) দিনশেষে কোম্পানির শেয়ার প্রতি দর দাঁড়ায় ৪১ টাকা ৪০ পয়সা।

নিজস্ব প্রতিবেদক