মামুন এগ্রোর বোনাস লভ্যাংশে সম্মতি
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মামুন এগ্রো প্রোডাক্টসের ঘোষিত বোনাস লভ্যাংশে অনুমতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর শেয়ারহোল্ডারদের পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করা হয়। নিয়ম অনুসারে, কোনো কোম্পানি বোনাস তথা স্টক লভ্যাংশ ঘোষণা করলে এর যৌক্তিকতা তুলে ধরে বিএসইসির কাছে আবেদন করতে হয়। বিএসইসি অনুমোদন করলেই কেবল ওই লভ্যাংশ বিতরণ করা যায়। এনিয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। বোনাস লভ্যাংশ প্রদানের জন্য কোম্পানিটি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে আগামী ২২ জানুয়ারি। ওইদিন যাদের কাছে কোম্পানিটির শেয়ার থাকবে তারাই কেবল বোনাস পাওয়ার যোগ্য বিবেচিত হবেন।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, গত ২০২৪-২০২৫ অর্থবছরের ৩০ জুন পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ২১ পয়সা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল এক টাকা ২০ পয়সা। সর্বশেষ বছরে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে এক টাকা ৫০ পয়সা। আগের বছরের একই সময়ে তা ছিল শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল এক টাকা চার পয়সা। গত ৩০ জুন সমাপ্ত হিসাব অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৬ টাকা ৬৯ পয়সা।

নিজস্ব প্রতিবেদক