অল্পের জন্য বিজয়ের দুর্ভাগ্য
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের আসরে এনামুল হক বিজয় ছুটেছেন দারুণ ছন্দে। এরই মধ্যে এক আসরে এক হাজার রানের রেকর্ড গড়ে তাক লাগিয়ে দিয়েছেন। ছুটতে থাকা বিজয় আজ বৃহস্পতিবারও এগিয়ে যান সেঞ্চুরির পথে। তবে অল্পের জন্য সেটা আর হলো না। সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে থেকে থামতে হলো প্রাইম ব্যাংকের এই ওপেনারকে।
বিকেএসপিতে গাজী গ্রুপের বিপক্ষে ব্যাট হাতে ছুটতে থাকা বিজয় অনায়সেই পৌঁছে যান ৯০-এর ঘরে। কিন্তু হঠাৎ একটি বলে পা বাড়িয়ে খেলতে গিয়ে ব্যাট-প্যাডের ফাঁক গলে বোল্ড হয়ে যান। তাতে ৯৬ রানে থামে তাঁর ইনিংস। ৮৫ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল ৮ বাউন্ডারি আর ৩ ছক্কায়।
গত ম্যাচেই ঢাকা প্রিমিয়ার লিগ লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর প্রথম ব্যাটসম্যান হিসেবে এক আসরে হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বিজয়। গড়েন আরেকটি বিশ্বরেকর্ডও। লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম কোনো ব্যাটসম্যান হিসেবে এক টুর্নামেন্টে করেন হাজার রান। মোট তিন সেঞ্চুরি ও ৯ হাফসেঞ্চুরিতে ১ হাজার ১৩৮ রান করে এবারের লিগ শেষ করলেন প্রাইম ব্যাংকের এই ক্রিকেটার।
আজ বিজয় না পারলেও সেঞ্চুরি তুলে নেন তামিম ইকবাল। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ১৩৭ রানের দারুণ ইনিংস উপহার দিয়েছেন তামিম। বিজয় ও তামিমের ব্যাটে চড়ে নির্ধারিত ৫০ ওভারে ৩৫৫ রানের বিশাল সংগ্রহ পেয়েছে প্রাইম ব্যাংক।