৪০ রানে শেষ প্রতিপক্ষ, সাত উইকেট নিয়ে মোহামেডানের নায়ক রনি
৫০ ওভারের ম্যাচ। শুরু ১০টায়। কিন্তু ১১টা না বাজতেই ব্যাগ-পত্র নিয়ে ড্রেসিংরুম ছাড়ছেন ক্রিকেটাররা। খানিকটা অবাক হলেও বিকেএসপিএতে এমনটাই ঘটে গেছে। দুই দলের মিলে ১০০ ওভার খেলার কথা থাকলেও খেলা হয়েছে মোটে ১৮.২ ওভার! এর মধ্যেই এসে গেছে ফলাফল। মাত্র ১২ ওভারে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে গুঁড়িয়ে মাত্র ৬.২ ওভারে জয় তুলে নিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
আর এমন জয়ের দিনে মোহামেডানের নায়ক আবু হায়দার রনি। মূলত তার বোলিং তোপেই মুখ থুবড়ে পড়ে হাজী টায়ার্সের ব্যাটিং লাইনআপ। প্রতিপক্ষের সাত উইকেট তুলে নিয়ে দলকে ৯ উইকেটে জয় উপহার দেন এই পেসার।
বিকেএসপির ৩ নম্বর মাঠে শনিবার স্রেফ ২০ রানে ৭ উইকেট নেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের বোলার রনি। এদিন রনি ও নাসুম আহমেদ ছাড়া কাউকেই বোলিং করতে হয়নি। নাসুম ৬ ওভার বোলিং করে সমান ২০ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট।
এদিন আগে ব্যাট করতে নেমে মাত্র ৪০ রানে অলআউট হয় গাজী টায়ার্স। জবাবে ৬.২ ওভারে জয় তুলে নেয় মোহামেডান। সব মিলিয়ে ১০০ ওভারের ম্যাচ শেষ ১৮.২ ওভারেই।
সংক্ষিপ্ত স্কোর:
গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি: ১২ ওভারে ৪০ (আশিকুর ০, মহব্বত ৫, ইফতেখার হোসেন ০, আশরাফুল ১, হাফিজুর ৫, তাহজিবুল ০, শামিম ৪, ইফতেখার সাজ্জাদ ১৬, মেহরাব ৩, আরিদুল ৪*, ইকবাল ০; নাসুম ৬-১-২০-৩, আবু হায়দার ৬-১-২০-৭)।
মোহামেডান স্পোর্টিং ক্লাব: ৬.২ ওভারে ৪১/১ (ইমরুল ১৯*, রনি ১২, মাহিদুল ৫*; ইকবাল ২-০-১৫-০, মেহরাব ২.২-০-৭-০, ইফতেখার সাজ্জাদ ১-০-১১-০, আরিদুল ১-০-৪-১)।
ফল: মোহামেডান স্পোর্টিং ক্লাব ৯ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: আবু হায়দার।