বিকেএসপিতে তামিমের সেঞ্চুরি, শেরেবাংলায় নাঈম ঝড়

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও ব্যাটের ধার যে এখনও কমেনি, তামিম ইকবাল সেটি দেখিয়েছেন বিপিএলেই। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ছন্দের ধারাবাহিকতা ধরে রেখেছেন তামিম। বিকেএসপির ৪ নম্বর মাঠে আজ রোববার (৯ মার্চ) সেঞ্চুরি করেন তিনি।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে তামিম করেন ১১২ বলে ১২৫ রানের অনবদ্য শতক। দেশসেরা ওপেনার তার ইনিংসটি সাজান ১১টি চার ও ৫টি ছক্কায়। তামিমের দুরন্ত শতকে পারটেক্সের দেওয়া ২১৯ রানের লক্ষ্য অনায়াসে টপকে যায় মোহামেডান, তুলে নেয় ৭ উইকেটের জয়।
সেঞ্চুরি না পেলেও ৮৬ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৭৮ রানের চমৎকার ইনিংস খেলেন মোহামেডানের আরেক ওপেনার আহরার আমিন।
এদিকে, মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অন্য ম্যাচে রীতিমতো তান্ডব চালিয়েছেন নাঈম শেখ। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে প্রাইম ব্যাংকের এই ওপেনার খেলেন বিধ্বংসী এক ইনিংস। ১২৫ বলে ১৮টি চার ও ৮টি ছক্কায় ১৭৬ রানের ইনিংস খেলেন নাঈম। ১৪০.৮০ স্ট্রাইক রেটে প্রায় ঝড়ই তোলেন ব্রাদার্সের বোলারদের ওপর।
নাঈমের এমন ইনিংসে ভর দিয়ে প্রাইম ব্যাংক তোলে ৮ উইকেটে ৪২২ রান। ডিপিএলের ইতিহাসে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড এটি। ইনিংসে ৯৬ রান করেন আইচ মোল্লা, সাব্বির হোসেনের ব্যাট থেকে আসে ৭৩ রান রান।
বিশাল রান তাড়ায় জিততে পারেনি ব্রাদার্স। অলআউট হয় ২৪৯ রানে। প্রাইম ব্যাংক পায় ১৭৩ রানের বড় জয়।