আউট হয়ে গেল নট আউট, বিতর্কিত আম্পায়ারিংয়ের শিকার মাশরাফী
যত সময় গড়াচ্ছে ততই বাড়ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) আম্পায়ারিং বিতর্ক। সাকিব-মাহমুদউল্লাহ থেকে হালের মিরাজ-সাব্বির, আম্পায়ারিং নিয়ে নানা সময়ে প্রতিবাদ জানিয়েছেন ক্রিকেটাররা। যদিও খুব একটা লাভ হয়নি তাতে। আম্পারিংয়ের মান নিয়ে প্রতিবাদ জানিয়ে নানা সময় ক্রিকেটাররা শাস্তিও পেয়েছেন।
ফের একবার আম্পায়ারিং বিতর্ক। এবার ভুক্তভোগী লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। আজ সোমবার (১০ এপ্রিল) বিকেএসপিতে প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচে ৬০ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল প্রাইম ব্যাংক। তখন রূপগঞ্জের হয়ে বোলিং করতে আসেন অধিনায়ক মাশরাফী। আর ব্যাটারের ভূমিকায় ছিলেন আল আমিন। মাশরাফীর বলে উইকেটের পেছনে ক্যাচ দেন আল আমিন। মাশরাফীর আবেদনে সাড়া দিয়ে হাত উঁচু করে আউটের সিগনাল দেন আম্পায়ার।
সঙ্গে সঙ্গে লিজেন্ডস অব রূপগঞ্জের ক্রিকেটাররা উদযাপন করতে ব্যস্ত হয়ে পড়লেও, কয়েক সেকেন্ড পরেই ক্ষমা চেয়ে অপেক্ষা করতে বলেন আম্পায়ার। ওই মুহূর্তে প্রতিবাদ করতে ছুটে যান রূপগঞ্জের উইকেটরক্ষক ইরফান শুক্কুর ও মুনিম শাহরিয়ার। লেগ আম্পায়ারের সঙ্গে পরামর্শের কথা বলে ক্রিকেটারদের থামান আম্পায়ার।
লিজেন্ডস ক্রিকেটাররা তখন আম্পায়ারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করলেও লেগ আম্পায়ারে সঙ্গে পরামর্শ শেষে নট আউটটের সিদ্ধান্ত বহাল রাখেন আম্পায়ার। আম্পায়ারের এমন অদ্ভুত সিদ্ধান্তে রীতিমত হতবাক মাশরাফী ও তার দলের ক্রিকেটাররা। এরপর মুখে একটা মুচকি হাসি দিয়ে বোলিং মার্কে ফিরে আসেন মাশরাফী। দলের অন্য ক্রিকেটারদের শান্ত হয়ে ফিরে যেতে বলেন নিজ নিজ পজিশনে।
অবশ্য এবারের আসরে বিতর্কিত আম্পায়ারিংয়ের উদাহরণ কম নেই। কদিন আগেই আবাহনীর বিপক্ষে ম্যাচেও রান আউটের সিদ্ধান্ত গিয়েছিল মাশরাফীর দলের বিপক্ষে। আরেক ম্যাচে এলবিডব্লিউর সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ায় মেজাজ হারিয়েছিলন মোহামেডানের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।