এবার আমাদের চ্যাম্পিয়ন হওয়ার পালা : ব্রাজিল কোচ
বিশ্বকাপের প্রতি আসরেই ফেভারিট দলগুলোর একটি হয়ে মাঠে টুর্নামেন্ট শুরু করে ব্রাজিল। কিন্তু গেল চার আসরের একটিতেও টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায়নি সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে এবারের বিশ্বকাপ জয়েরই স্বপ্ন দেখছে ব্রাজিল। লাতিন আমিরেকার দলটির কোচ জানালেন, এই আসরেই ব্রাজিলের বিশ্বকাপ জয়ের সঠিক সময়।
দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজ দলের বিশ্বকাপ সম্ভাবনা, প্রস্তুতি ও বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন ৬১ বছর বয়সী এই কোচ।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে অপরাজিত থাকার পাশাপাশি শীর্ষে থেকে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ব্রাজিল। তাই এবারও ফেভারিটের তালিকায় নাম থাকছে ব্রাজিলের। স্বপ্ন দেখছেন ব্রাজিল কোচ তিতেও।
দ্য গার্ডিয়ানকে তিতে বলেন, ‘আমাদের স্বপ্ন সত্যি হওয়ার প্রশ্নে আমি দারুণ আশাবাদী এবং লক্ষ্যে স্থির। আমরা বিশ্বকাপে পৌঁছেছি; এখন আমাদের লক্ষ্য ফাইনালে ওঠা এবং আমাদের চ্যাম্পিয়ন হওয়ার পালা। এটিই আমাদের লক্ষ্য।’
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের আগে সেভাবে সময় পাননি তিতে। কারণ তিনি দায়িত্ব পান ২০১৬ সালে। তাই দুই বছরে ভালোভাবে দল সাজাতে পারেননি। এবার তিতে পেয়েছেন প্রচুর সময়। তাই তাঁর স্বপ্নটাও আকাশ ছোঁয়া।
ব্রাজিল কোচ বলেন, ‘গত বিশ্বকাপে আমি কোচ হয়েছিলাম ভিন্ন এক পরিস্থিতিতে (২০১৬ সালে দুঙ্গাকে বরখাস্ত করার পর দায়িত্ব পান তিতে)। এখন আমি পুরো চার বছরের চক্রটি পুরণ করার সুযোগ পেয়েছি। প্রত্যাশা অনেক, কিন্তু পূর্ণ মনোযোগ কাজের ওপর। আমরা যে চাপের মুখোমুখি হই তা সমস্যা বটে; দায়িত্ব চাপ, আমার পজিশনের চাপ এবং বিশাল চাহিদা তো আছেই। যখন আমি একজন সমর্থক ছিলাম, তখন আমাদের দলটিকে সেরা হিসেবে দেখতে চাইতাম। এটিই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি যোগায়।’