এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশে প্রতিপক্ষ যারা
এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়ে গেল আজ। এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদরদপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে আজ বৃহস্পতিবার ড্র অনুষ্ঠিত হয়েছে।
এশিয়ান কাপ বাছাইয়ে ‘ই’ গ্রুপে পড়েছে বাংলাদেশ ফুটবল দল। একই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে স্বাগতিক মাললেশিয়া, তুর্কমেনিস্তান ও বাহরাইন।
এশিয়ান কাপ বাছাইতে ছয়টি গ্রুপে ভাগ হয়ে খেলবে মোট ২৪টি দেশ। প্রতি গ্রুপে খেলবে চারটি করে দল। করোনার কারণে হোম ও অ্যাওয়ের বদলে প্রতি গ্রুপের ম্যাচগুলো হবে একই কেন্দ্রে। আগামী ৮ থেকে ১৪ জুন ছয়টি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
ড্র-এর নিয়ম অনুযায়ী আগে স্বাগতিক ছয় দেশের গ্রুপ ঠিক করা হয়। তাতে ‘ডি’ গ্রুপে পড়েছে বাংলাদেশের পাশ্ববর্তী দেশ ভারত। বাংলাদেশ ডি গ্রুপে পড়লে কলকাতায় এশিয়ান কাপ বাছাই খেলতে পারতো। ‘ই’ গ্রুপে পড়ায় বাংলাদেশের ভেন্যু এখন মালয়েশিয়াতে।
এশিয়ান কাপ বাছাই :
'এ' গ্রুপ : জর্ডান, কুয়েত, ইন্দোনেশিয়া ও নেপাল।
'বি' গ্রুপ : ফিলিস্তিন, ফিলিপাইন, ইয়েমেন ও মঙ্গোলিয়া।
'সি' গ্রুপ : উজবেকিস্তান, থাইল্যান্ড, মালদ্বীপ ও শ্রীলংকা।
'ডি' গ্রুপ : ভারত, হংকং, আফগানিস্তান ও কম্বোডিয়া।
'ই' গ্রুপ : বাহরাইন, তুর্কমেনিস্তান, মালয়েশিয়া ও বাংলাদেশ।
'এফ' গ্রুপ : কিরগিজস্তান, তাজিকিস্তান, মিয়ানমার ও সিঙ্গাপুর।