হামজাকে ক্যাম্পে পাওয়ার আশা কাবরেরার

চলতি বছরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ব্যস্ততা শুরু হবে আগামী মার্চে, ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। ২০২৭ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটি আগামী ২৫ মার্চ হওয়ার কথা শিলংয়ে। সেই ম্যাচের জন্য শিলংয়ের আবহাওয়ার সঙ্গে মেলে, এমন কোথাও অনুশীলন ক্যাম্প করতে চান হেড কোচ হাভিয়ের কাবরেরা।
ক্যাম্প শুরুর বিষয়ে গতকাল সোমবার (২০ জানুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কাবরেরা বলেন, ‘ক্যাম্প শুরুর দিনক্ষণ নিয়ে এখনো নিশ্চিত নই। তবে ফেব্রুয়ারিতে ম্যাচের আগে আমরা প্রস্তুতির জন্য অন্তত চার সপ্তাহ সময় পেতে চাই। হামজা কবে আসবে সে ব্যাপারে আমার মনে হয় কর্তৃপক্ষ আপনাদেরকে সঠিক তথ্য দিতে পারবে, আমি আসলে এই বিষয়টি জানি না। সম্ভবত উইন্ডো যখন খুলবে তখন সে আসবে। হামজা একজন হাইপ্রোফাইল প্লেয়ার। সে খুব দ্রুতই যেকোনো পরিবেশে মানিয়ে নিতে পারবে। আমি নিশ্চিত, সে এখানে মানিয়ে নিতে পারবে।’
কাবরেরা আরও যোগ করেন, ‘‘হ্যাঁ, ক্যাম্প শুরু নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচের আগে অতীতের মতো এবারও সৌদি আরবের ক্যাম্প করার সর্বোচ্চ চেষ্টা করব, যেটা আমাদের জন্য অতীতে উপকারী ছিল। সন্ধ্যার দিকে সৌদি আরবের তাপমাত্রা ১০ ডিগ্রি থাকে। শিলং সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫০০ মিটার ওপরে, সেখানেও তাপমাত্রা ১০ ডিগ্রির চেয়ে কম হওয়ার কথা নয়। সৌদি আরবও সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে।’
উল্লেখ্য, তৃতীয় মেয়াদে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তি হয়েছে জাতীয় দলের স্প্যানিশ হেড কোচ হাভিয়ের কাবরেরার। আগামী বছর এপ্রিল পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন জাতীয় দলের। অন্যদিকে, বাংলাদেশ নারী দলের দায়িত্বে থাকা বাটলার একই ভূমিকায় থাকছেন আরও দুই বছর। অর্থাৎ ২০২৬ -এর ডিসেম্বর পর্যন্ত দেখা যাবে তাকে।