এশিয়া কাপ আরচারিতে ভালো শুরু বাংলাদশের

এশিয়া কাপ আরচারি টুর্নামেন্টে দারুণ শুরু করেছে বাংলাদেশ। থাইল্যান্ডের ফুকেটে রিকার্ভ পুরুষ এককের প্রথম রাউন্ডে রোমান সানা ৬-৪ সেট পয়েন্টে ফিলিপাইনের গির্ভিন গার্সিয়াকে হারিয়েছে। আরেক ম্যাচে হাকিম আহমেদ ৬-০ সেট পয়েন্টে জিতেছেন থাইল্যান্ডের ফনথাকর্ন চাইস্লিপের বিপক্ষে।
তবে হতাশ করেছেন রামকৃষ্ণ সাহা ও সাগর ইসলাম। হংকংয়ের কিত চুন ৫-৬ সেট পয়েন্টে রামকৃষ্ণকে। থাইল্যান্ডের উইথায়া থামং ৬-৫ সেট পয়েন্টে হারিয়েছেন সাগরকে।
এশিয়ার ১২টি দেশ থেকে রিকার্ভ পুরুষ ইভেন্টে ৩৫জন, রিকার্ভ নারী ইভেন্টে ২৪ জন, কম্পাউন্ড পুরুষ ইভেন্টে ৩৩ জন ও কম্পাউন্ড নারী ইভেন্টে ২৩ জন আরচার এই টুর্নামেন্টে অংশ নেবেন।
বাংলাদেশ দল
রিকার্ভ পুরুষ : রোমান সানা, মোহাম্মদ হাকিম, আহমেদ রুবেল, রামকৃষ্ণ সাহা ও সাগর ইসলাম।
রিকার্ভ নারী : দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার, ফামিদা সুলতানা নিশা।
কম্পাউন্ড পুরুষ : নেওয়াজ আহমেদ রাকিব, মিঠু রহমান, সোহেল রানা, হিমু বাছাড়।
কম্পাউন্ড মহিলা : রোকসানা আক্তার ও শ্যামলী রায়।