কানপুর টেস্টে ভারত ও নিউজিল্যান্ডের দারুণ লড়াই
কানপুর টেস্টে নিউজিল্যান্ডকে ২৮৪ লানের লক্ষ্য দিয়েছে ভারত। চতুর্থ দিনের চা বিরতির পর খেলার শেষ সময়ে ইনিংস ঘোষণা করে ভারত। তবে দ্বিতীয় ইনিংসের শুরুতেই উইকেট খুইয়ে চাপে আছে নিউজিল্যান্ড। তারা হারিযেছে একটি উইকেট। রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হন নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়ং।
অবশ্য ইয়ং আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হন। তিনি আউট ছিলেন না। অশ্বিনের অফ স্পিন উইকেট মিস করে গিয়েছিল। কিন্তু রিভিউ নিতে দেরি করে ফেলেন ইয়ং। ফলে তাঁকে প্যাভিলিয়নে ফিরতে হয়।
এদিন ঋদ্ধিমান সাহা হাফসেঞ্চুরি করার পরই ভারত ইনিংস ঘোষণা করে। ভারতের তখন রান সাত উইকেটে ২৩৪ রান। নিউজিল্যান্ড এদিন মাত্র চার ওভার ব্যাট করে। এর মধ্যে একটি উইকেট খুইয়ে পঞ্চম দিনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে তারা।
আজ রোববার সকালে ভারত বিপাকে পড়েছিল। ভারতকে বাগে পেয়েও মুঠোয় আনতে ব্যর্থ হন নিউজিল্যান্ডের বোলাররা। ৫১ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। সেখান থেকে ভারতকে টেনে তোলেন শ্রেয়াস আইয়ার। তিনি শুধু ভারতকে লড়াইয়ে রাখলেন না, নিজের ব্যাটিং দক্ষতার পরিচয় দিয়েছেন। অভিষেক টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন তিনি। আর দ্বিতীয় ইনিংসে তিনি করলেন ৬৫ রান। ২৬ বছর বয়সী শ্রেয়াস আইয়ার রবিবার ইতিহাস রচনা করেন।
ব্যাটিং বিপর্যয়ের পর রবিচন্দ্রন অশ্বিন ও ঋদ্ধিমান সাহাকে সঙ্গে নিয়ে দুটি হাফ সেঞ্চুরি পার্টনারশিপ করেন শ্রেয়াস আইয়ার।