চেমসফোর্ডে থেমেছে বৃষ্টি, খেলা শুরু হবে যখন
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে ম্যাচ শুরুর সময় থাকলেও বৃষ্টির বাগড়ায় সম্ভব হয়নি। এমনকি যথাসময়ে টসও মাঠে গড়ায়নি।
অবশেষে এলো স্বস্তির খবর। প্রায় আড়াই ঘণ্টা পর চেমসফোর্ডে থেমেছে বৃষ্টি। ফলে ম্যাচ শুরু করার জন্য মাঠ প্রস্তুত করা হচ্ছে। তবে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়েছে। ৫০ ওভারে ম্যাচ কমিয়ে আনা হয়েছে ৪৫ ওভারে। আর মাঠ প্রস্তুতের পর খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। তার আগে অনুষ্ঠিত হবে টস।
আজ শুক্রবার (১২ মে) ইংল্যান্ডের চেমসফোর্ডের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে টস হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বেলা ৩টা ১৫মিনিটে। এরপর খেলা মাঠে গড়ানোর কথা। তবে বৃষ্টির কারণে কোনোটিই সময়মতো হয়নি। কখন বৃষ্টি থামে, তার ওপর নির্ভর করছিল টসের সময়। অবশেষে জানা গেল সে সময়। যদিও আজ সকাল থেকেই আকাশ ছিল পরিষ্কার। তবে ম্যাচের ঠিক আগমুহূর্তেই কি না বৃষ্টির হানা।
ম্যাচের আগে বৃষ্টি দুদলের জন্য চিন্তার কারণ। আগে ব্যাট করা দলের জন্য আবহাওয়ার পাশাপাশি পেসারদের বাড়তি সুবিধা পাওয়ার কথা মাথায় রাখতে হবে। তবে এই ম্যাচে বাংলাদেশ দলে খুব একটা পরিবর্তনের সুযোগ নেই। অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে পারে সফরকারীরা।
প্রথম ওয়ানডেতে বৃষ্টির কারণে জয় না পেলেও এই ওয়ানডে জিতেই সিরিজে লিড নিতে মরিয়া বাংলাদেশ। যদিও কাজটা সহজ হবে না। বৃষ্টি ফের একবার বাংলাদেশের জয়ে বাধা হয়ে দাঁড়াতে পারে।