চেলসি বিক্রির সব কার্যক্রম সোমবার শেষ হবে
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি বিক্রি সোমবারের মধ্যে শেষ হবে। ব্রিটিশ সরকার ও প্রিমিয়ার লিগ তা অনুমোদন দিয়েছে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর ব্রিটিশ সরকার চেলসির মালিক রোমান আব্রামোভিচকে সরিয়ে দেয়। আব্রামোভিচকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছের মানুষ মনে করে তারা। তাই আব্রামোভিচ ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার মুখে পড়েন।
চেলসি ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ‘চেলসি ফুটবল ক্লাব নিশ্চিত করেছে গত রাতে (শুক্রবার) ক্লাবটি টড বোহেলি/ক্লিয়ারলেক ক্যাপিটাল কনসোর্টিয়ামের কাছে বিক্রি করার জন্য চূড়ান্ত চুক্তি সই হয়েছে। সোমবার লেনদেন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।’
রয়টার্সের খবরে জানা গেছে, টড বোহেলির নেতৃত্বে ক্যালিফোর্নিয়া ভিত্তিক প্রাইভেট ফার্ম ক্লাবটির বেশিরভাগ শেয়ারের মালিক হবে। অন্য বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে মার্কিন বিলিয়নিয়ার মার্ক ওয়াল্টার, যিনি টড বোহেলির সহমালিক এবং সুইস বিলিয়নিয়ার হ্যান্সজর্গ উইস।
পর্তুগিজ সরকারও এই বিক্রির অনুমোদন দিয়েছে। পর্তুগালের অনুমোদনের প্রয়োজন ছিল কারণ, আব্রামোভিচ ইউরোপের দেশটির পাসপোর্ট ধারণ করছেন।
ইংলিশ সংবাদমাধ্যমে খবরে, প্রায় ৫০০ কোটি মার্কিন ডলারে ইংলিশ লিগের ক্লাবটি কিনেছে কনসোর্টিয়াম। মোট বিনিয়োগের মধ্যে ২.৫ বিলিয়ন (২৫০ কোটি) পাউন্ড ক্লাবের শেয়ার কেনার জন্য খরচ করা হবে। এই খাতের আয় যুক্তরাজ্যের ব্যাংক অ্যাকাউন্টে রাখা হবে। দাতব্য কাজেও অর্থ ব্যয় করা হবে।
এ ছাড়া ক্লাবটির বিভিন্ন সুবিধা বাড়ানোর জন্য আরও ১.৭৫ বিলিয়ন (১৭৫ কোটি) পাউন্ড খরচ করতে নতুন মালিক প্রতিশ্রুতিবদ্ধ। এর মধ্যে আছে স্টাম্পফোর্ড ব্রিজি, একাডেমি, নারী দল ও চেলসি ফাউন্ডেশন।