চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে ওঠার লড়াইয়ে নামছে রিয়াল
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের ফিরতি লেগে আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) দিনগত রাত ১টায় মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও চেলসি। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে চেলসি।
প্রথম লেগে মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরেছে ব্লুরা। ছন্দে থাকা মাদ্রিদের বিপক্ষে জিততে হলে আজ তাদের উপহার দিতে হবে অসাধারণের চেয়েও দারুণ একটি ম্যাচ।
গত ১২ এপ্রিল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সান্তিয়াগো বার্ণাব্যুতে করিম বেনজেমা ও মার্কো অ্যাসেন্সিওর গোলে ২-০ ব্যবধানে জয় পায় লস ব্লাংকোরা। চেলসওর সময়টা ভালো কাটছে না। নিজেদের সর্বশেষ ম্যাচে হেরেছে ব্রাইটনের কাছে। তবু ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ইংলিশ ক্লাবটির কন্ঠে।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে চেলসি কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড বলেন, ‘দল হিসেবে আমাদের ইচ্ছা ঘুরে দাঁড়ানোর। ঘরের মাঠের দর্শকদের সামনে খেলব, তারা আমাদের সাহায্য করবে। আমাদের সেরা খেলাটা খেলা প্রয়োজন।’
সংবাদ সম্মেলনে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘আমরা সবসময়ের মতোই দারুণ আছি। এটি একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ম্যাচ। আমাদের হাতে ৯০ মিনিট আছে এবং এই ধরণের প্রতিযোগিতায় যেকোনো কিছুই হতে পারে। আমরা আমাদের সেরা খেলাটা খেলতে প্রস্তুত।’
চ্যাম্পিয়ন্স লিগের আরেক ম্যাচে রাত একটায় নাপোলি খেলবে এসি মিলানের বিপক্ষে। প্রথম লেগে ১-০ গোলে হেরেছিল নাপেলি।