চোটে আক্রান্ত পগবা, শঙ্কায় জুভেন্টাস
ফরাসি মিডফিল্ডার পল পগবা জুভেন্টাসে যোগ দিয়েছেন বেশ কিছুদিন হয়েছে। ২৯ বছর বয়সী এই ফুটবলার হাঁটুর ইনজুরির কারণে প্রাক মৌসুম সফরের দ্বিতীয় লেগে খেলতে পারছেন না। যুক্তরাষ্ট্রে বার্সেলোনার মুখোমুখি হবে তারা।
ম্যানচেস্টার ইউনাইটেডে দীর্ঘ ছয় মৌসুম কাটিয়ে ফ্রি ট্রান্সফারে জুভেন্টাসের যোগ দেন পগবা। চার বছরের চুক্তি করেন তিনি। তিনি প্রতি মৌসুমে ৮ মিলিয়ন ইউরো পাবেন এই ফরাসি ফুটবলার। আরও ২ মিলিয়ন ইউরো বোনাস পাবেন।
এএফপির খবরে জানা গেছে, গত মাসের শেষ দিকে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে তাঁর চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আবার তিনি জুভেন্টাসে যোগ দেন।
২০১৭ সালে ইউরোপা লিগ এবং একই মৌসুমের লিগ কাপে খুব একটা ভালো খেলতে পারেননি পগবা। তুরিনের জায়ান্টরা আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালাকে ছেড়ে দেয়।
এর আগে ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত জুভেন্টাসে ছিলেন পগবা। পরে ১০৫ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন। ২০১৫ সালে ক্লাবটির হয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলেন পগবা।