ফুটবল থেকে সাময়িক নিষিদ্ধ পল পগবা
নিষিদ্ধ দ্রব্য সেবনের অভিযোগে ফুটবল থেকে অস্থায়ীভাবে নিষিদ্ধ হয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার পল পগবা। তদন্ত শেষে নিষিদ্ধ কোনো দ্রব্য সেবনের অভিযোগের সত্যতা মিললে ফুটবল থেকে চার বছরের নিষেধাজ্ঞার খড়গ নামতে পারে জুভেন্টাস তারকার ওপর। পগবার এজেন্ট রাফায়েলা পিমেন্তা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জনপ্রিয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন জানিয়েছে, গত ২০ আগস্ট সিরি ‘আ’তে উদিনেসের মাঠে খেলতে গিয়েছিল জুভেন্টাস। সেই রাতে ৩-০ ব্যবধানের জয় নিয়ে ফেরে জুভেন্টাস। তবে চোট থেকে সেরে না ওঠায় ওই ম্যাচে পগবাকে মাঠে নামাননি কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি।
তবে মাঠে না নামলেও ম্যাচ শেষে রুটিন চেকআপের অংশ হিসেবে তার স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। যে পরীক্ষায় টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি পাওয়ার বিষয়টি ধরা পড়েছে। টেস্টোস্টেরনের বৃদ্ধি খেলোয়াড়দের মাঠে শক্তি বাড়াতে সহায়তা করে। দ্রব্যের উপস্থিতির বিষয়টি শতভাগ নিশ্চিত হতে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করার প্রয়োজন হতে পারে। যদি শেষ পর্যন্ত প্রমাণ পাওয়া যায়, তাহলে তাকে চার বছরের নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।’
এ বিষয়ে পগবার ক্লাবের এক বিবৃতিতে বলা হয়, ‘গত ১১ সেপ্টেম্বর পল পগবা জাতীয় অ্যান্টি-ডোপিং ট্রাইব্যুনালের ২০ আগস্টের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন। তাই ক্লাব পরবর্তী পদক্ষেপ গ্রহণের অধিকার রাখে।’
২০২২ সালের জুলাইয়ে চার বছরের চুক্তিতে সিরি আ’র ক্লাব জুভেন্টাসের সঙ্গে চুক্তি করেন পগবা। এরপর থেকে অবশ্য চোটের কারণে নিয়মিত হতে পারেননি বিশ্বকাপজয়ী তারকা। যে কারণে কাতারে ২০২২ সালের বিশ্বকাপের স্কোয়াডে তিনি ছিলেন না।